নিজস্ব প্রতিবেদক: পুকুর বাঁচাও, নদী বাঁচাও, মাঠ বাঁচাও দাবিতে কিশোরগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ শাখার সহযোগিতায় সোমবার বিকালে শহরের রথখলা মাঠে সমাবেশের আয়োজন করে পরিবেশ রক্ষায় সচেতন কিশোরগঞ্জবাসী।
পরমের সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শেখ নূরুন্নবী বাদল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. দীন মোহাম্মদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম রতন, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির, বাপার জাতীয় পরিষদের সদস্য ড. হালিম দাদ খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, জেলা গণতন্ত্রী পার্টির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিলকী, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট আব্দুর রশিদ, এডভোকেট গোলামুর রহমান খান টুটুল, জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট হামিদা খাতুন, এডভোকেট শেখ ফারুক আহাম্মদ, নারায়ণ দত্ত প্রদীপ, বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, তানভীর হাসান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, আব্দুল খালেক প্রমুখ।
বক্তারা কিশোরগঞ্জ শহরের পুকুর বিশেষ করে রথখলা পুকুর, ঐতিহাসিক রথখলা মাঠ এবং নরসুন্দা নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, দুর্বৃত্তায়ন আর দখলবাজীর বিপরীতে পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ রেখে যেতে চাই।
সমাবেশ সঞ্চালনা করেন প্রভাষক শহীদুল ইসলাম রুবেল ও কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু।