নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে অভিযানটি চালায় জেলা ডিবি পুলিশের একটি দল।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বঙ্গবন্ধু সরণির প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সামনে অভিযান চালায়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত রায়হান মিয়ার ছেলে মিল্টন মিয়া (৩৪), একই সাকিনের বাবু মিয়ার ছেলে অনিল (২২) ও কমলপুর এলাকার মৃত শাজাহানের ছেলে সোহেল মিয়া (৪৩)।
মিডিয়া সেল সূত্র গ্রেফতার তিনজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানায়, দীর্ঘীদন যাবত তারা বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।