নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পারিবারিক বিরোধে বাসা বাড়িতে হামলা, মিথ্যা মামলা ও হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।
আজ মঙ্গলবার (৬ জুন) বিকালে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকার ভূক্তভোগী মনোয়ারা আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তারা তিন বোন ও দুই ভাই। এরমধ্যে সাজেদুল তার ছোট ভাই।
সাজেদুল পিতার কাছ থেকে হেবা দলিল মূলে জমির মালিক হয়ে প্রবাসে চলে যান। পরে দূতাবাসের মাধ্যমে তাকে পাওয়ার অব এটর্নি দেন। যার ভূমির পরিমাণ ৫.০৫ শতাংশ।
জমি ভোগদখলে থাকা অবস্থায় তার আরেক ছোট ভাই মাসুদুল হক শিকদার জায়গাটি দখলে নিতে হামলা, মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করতে থাকেন। অপরদিকে জমির মূল্য বেড়ে যাওয়ায় এখন সাজেদুলও ভাই মাসুদুলের পক্ষে অবস্থান নেন এবং মনোয়ারার বিরুদ্ধে মামলা করেন। এমতাবস্থায় তাদের বহুমুখী অত্যাচারে উক্ত জমি তিনি রায়হেনা নামে এক নারীর কাছে বিক্রি করে দেন।
তিনি আরও অভিযোগ করেন, ভাইদের একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলায় তিনি হাজত খেটেছেন। এমনকি সরকারি চাকুরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন। এখনো তারা হুমকি ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন।
অপরদিকে ক্রেতা রায়হেনা খাতুন জানান, তিনি তার সারাজীবনের সরকারি চাকুরি ও পেনশনের টাকায় বাড়িটি ক্রয় করে ভোগদখলে আছেন। কিন্তু বিক্রেতা মনোয়ারা আক্তারের ভাই বাড়িটি দখলে নিতে হামলা এবং তার জামাতার নামে মিথ্যা মামলা দায়েরসহ নানাভাবে হয়রানি করে যাচ্ছেন।
হামলার ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।