হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্নীতিবিরোধী মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“দমন নয় প্রতিরোধই দূর্নীতি নির্মূলের কার্যকর উপায়” এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় পক্ষ দল হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার আপ হয় বিপক্ষ দল হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পিয়াস পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন প্রমুখ।