নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ কাজল মিয়া (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত পৌনে ১২ টার দিকে অভিযানটি চালানো হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ঠাডাপড়া বাজার এলাকায় অভিযান চালায়। ইয়াবা বিক্রি করার সময় কাজল মিয়াকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলার মুদিরগাঁও গ্রামের সনু মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন