নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে গ্যারেজে আগুন লেগে অটোরিকশা ও মিশুকসহ ৩৮ টি গাড়ি পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া বনানী মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরজু মিয়ার গ্যারেজে ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগে। চার্জ দেওয়ার জন্য গ্যারেজে অটোরিকশা ও মিশুকসহ ৩৮ টি গাড়ি রাখা ছিল। আগুনে গ্যারেজসহ সবকটি গাড়ি পুড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যারেজটিতে কোন অগ্নি নির্বাপন যন্ত্র ছিলনা। এমনকি ফায়ার সার্ভিসের কোন নম্বরও ছিলনা। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নির্বাপন করতে সক্ষম হয়।
আগুনে আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার।