নিজস্ব প্রতিবেদক: জামালপুরে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, মানবজমিন ও একাত্তর টিভির প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে আজ রবিবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চল প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাক, নিউ নেশনের স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, জিটিভির জেলা প্রতিনিধি সোহেল চৌধুরী, সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, এটিএন নিউজ ও কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শফিক আদনান, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, মোহনা টিভির জেলা প্রতিনিধি রুহুল আমিন চৌধুরী জুয়েল, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম পলাশ, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেল, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আল আমিন, আরটিভির জেলা প্রতিনিধি আ. ন. ম তানভীর হায়দার, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফ উদ্দিন হোসাইন জীবন, দৈনিক শতাব্দীর কণ্ঠের স্টাফ রিপোর্টার তাসলিমা আক্তার মিতু, আমার বাংলাদেশ এর প্রতিনিধি মো. মনির হোসেন প্রমুখ।
বক্তারা সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধসহ সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।
মানববন্ধন সঞ্চালনা করেন জেলা সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন।