নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে প্রথমবারের মতো নিজ জেলা কিশোরগঞ্জের এলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।
রবিবার (১৮ জুন) বিকাল সোয়া ৩ টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অবতরণ করেন তিনি।
এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা ও দায়রা জজ মো. শাম্মী হাসিনা পারভীন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম.এ আফজল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল-মামুনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে বরণ করেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম থেকে চলে যান সার্কিট হাউজে। সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। পরে সার্কিট হাউজের হলরুমে জেলা প্রশাসনের বি়ভিন্ন কর্মকর্তা ও জেলা আইনজীবী সমিতি ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদ্য সাবেক রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন।
পরে সার্কিট হাউজ থেকে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে কিশোরগঞ্জ শহরের খড়মপট্টির বাসায় পৌঁছে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বাসার সামনেও ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করেন অনেক নেতাকর্মী। গাড়ি থেকে নেমে সেখানেও নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন আবদুল হামিদ।
এ সময় আবদুল হামিদ বলেন, নিজ জেলায় আসতে পেরে এবং সবার সাথে দেখা হওয়ায় আমার খুব ভালো লাগছে। আবহাওয়া খারাপ থাকায় এক ঘণ্টা আগে আসতে হয়েছে। আমি ভালো আছি। তোমরা কেমন আছ? এবার কিশোরগঞ্জে অনেক দিন থাকব। পরে সবার সাথে কথা বলব। আগামী ২৫ তারিখে মিঠামইনে যাবো, সেখানে হাওরের বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে সাক্ষাৎ করবো।