হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, একাত্তর টিভি ও মানবজমিন পত্রিকার বকশিগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামীদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হোসেনপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইত্তেফাক সংবাদদাতা প্রদীপ কুমার সরকার, জনকণ্ঠ সংবাদদাতা এস এম তারেক নেওয়াজ, বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নজরুল ইসলাম খায়রুল, মানবজমিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন মানিক, ভোরের কাগজ প্রতিনিধি মো. জাকির হোসেন, আমার সংবাদ প্রতিনিধি সঞ্জিত চন্দ্র শীল, মোহনা টিভি ও কালবেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার, আমাদের সময় প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, ভোরের পাতা প্রতিনিধি ওমর ফারুক খান জনি, যায়যায়দিন প্রতিনিধি রাজু আহমেদ, সাপ্তাহিক হোসেনপুর বার্তার প্রতিনিধি মো. কবির আহমেদ প্রমুখ।
বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামীর ফাঁসির দাবি এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধসহ সাংবাদিকদের নিরাপত্তা বিধানের দাবি জানান।