মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জর মিঠামইনে পিছিয়ে পড়া নারী শিক্ষার মানোন্নয়নে অদম্য কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। জাগো ফাউন্ডেশন ও মালালা ফান্ডের যৌথ উদ্যোগে শনিবার (১৭ জুন) বিকালে মিঠামইন উপজেলা সদরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নেহাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালালা ফান্ড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোশাররফ তানশেন, জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান করভী রাকসান্দ, কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার মাকসুদা, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আাল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম প্রমুখ।
বক্তারা হাওরের পিছিয়ে পড়া নারী শিক্ষার মানোন্নয়নে নানাবিধ কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করেন। তারা হাওরের নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশন ও মালালা ফান্ডের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।