টাঙ্গাইল সংবাদদাতা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইল জেলায় শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। সোমবার সকালে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল–আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার ৮টি কলেজ অংশ নিচ্ছে। দিনের উদ্বোধনী ম্যাচে মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজকে ১–০ গোলে হারিয়ে জয় পেয়েছে লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। এছাড়া জয় পেয়েছে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ, মাওলানা ভাসানী আদর্শ কলেজ এবং মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়। মঙ্গলবার টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ৩ টায় সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের প্রতিপক্ষ লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। দিনের আরেক সেমিফাইনালে বেলা ৪.৩০ মিনিটে মাঠে নামবে মাওলানা ভাসানী আদর্শ কলেজ এবং মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়।
টাঙ্গাইল জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা থেকে সেরা দুটি দল বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে।