ঢাকাশুক্রবার , ২৩ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল শোডাউন

প্রতিবেদক
-
জুন ২৩, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: দলের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বিশাল শোডাউন করেছে।

এ উপলক্ষে আজ শুক্রবার বিকালে করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি করিমগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

করিমগঞ্জ পৌর এলাকা ছাড়াও উপজেলার সবকটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে ঢাক ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ শুভযাত্রায় অংশ নেন। সহস্রাধিক নারী কর্মীও আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। এরই প্রতিফলন ঘটেছে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে। “বাইয়া দে, বাইয়া দে” স্লোগানে মুখরিত ছিল শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত। আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ জাতীয় পতাকা হাতে একটি খোলা জিপে চড়ে শোভাযাত্রার সম্মুখভাগে ছিলেন।

শোভাযাত্রায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

আপনার মন্তব্য করুন