নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাইহাটি গ্রামের আবুল কাশেমের কন্যা শাবনূর আক্তার স্বপ্না (২৬) শনিবার সন্ধ্যায় গরু আনতে বাইরে যান। এ সময় তার বুক, ডান হাত ও পাঁজরে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মাদকাসক্ত আলামিন (৩০) হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। ঘটনার পর আলামিন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।
হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুড়ি ও আলামিনের ব্যবহৃত স্যান্ডেল ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ। অপরদিকে ভিকটিমের স্বামী শহীদ (৩০) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার পরিবারের অভিযোগ। শহীদ পার্শ্ববর্তী চৌধুরীহাটি গ্রামের শামসুল মাস্টারের ছেলে।
উল্লেখ্য, স্বামী শহীদের সঙ্গে ভিকটিম স্বপ্নার আনুমানিক দুই বছর যাবত মনোমালিন্য চলছিল। এ অবস্থায় দুই সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন স্বপ্না।
এদিকে প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে কালাইহাটি গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে আলামিনকে গ্রেফতার এবং হাসপাতাল থেকে স্বামী শহীদকে আটক করে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আল আমিন হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আলামিন ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন৷ এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
আপনার মন্তব্য করুন