নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ভিজিএফের চাল বিতরণে ওজনে কম দেয়া এবং ট্যাগ কর্মকর্তাদের অনুপস্থিত থাকার ঘটনায় নিউজ একুশে অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিম ও মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবিরকে ঘটনা সরেজমিন তদন্ত করে চারটি ইউনিয়নের প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।
এরমধ্যে সদর উপজেলার মাইজখাপন ও মহিনন্দ ইউনিয়ন পরিষদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তাকে এবং লতিবাবাদ ও রশিবাদাবাদ ইউনিয়ন পরিষদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তাকে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই দুজন কর্মকর্তা খুব শিগগিরই সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত প্রতিবেদনে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম এবং ট্যাগ কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়ে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, শনিবার নিউজ একুশে অনলাইন পোর্টালে “গরিবের গরিবের চালে চেয়ারম্যানের হাত” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।