ঢাকাTuesday , 27 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায়

প্রতিবেদক
-
June 27, 2023 9:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঈদজামাতের জন্য এখন প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের নিরাপত্তায় এবারও থাকছে বাড়তি নিরাপত্তা। এবার এ ঈদগাহের জন্য এটি ১৯৬ তম ঈদুল আযহার জামাত। সকাল ৯টায় শুরু হবে ঈদজামাত।

ঈদজামাতের জন্য মাঠের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। ওজুখানা, টয়লেট ও পানির লাইন সংস্কার, মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন টানানো ও মাইক স্থাপনসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। বসানো হয়েছে ৫০টি সিসি ক্যামেরা।

শোলাকিয়ায় ২০১৬ সালের জঙ্গি হামলাকে মাথায় রেখে প্রতিবছর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। এবারও অনেকটা সেরকমই থাকছে। ইতোমধ্যে শোলাকিয়া ঈদগাহ ময়দানকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করেছেন শোলাকিয়া ময়দান। ঈদেরদিন আনসার, পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে। সাদা পোশাকেও থাকবে পুলিশের সদস্যরা।

ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ঈদজামাত আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও ঈদজামাত নির্বিঘ্ন করতে যা যা করার সবই করা হয়েছে। নিয়মিত ইমাম ফরিদ উদ্দিন মাসউদ কোন কারণে আসতে না পারলে বিকল্প ইমামের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, ২০১৬ সালের জঙ্গি হামলাকে মাথায় রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার কোন ঘাটতি হবেনা।

প্রসঙ্গত, ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে ২০১৬ সালের ৭ জুলাই সকালে ঈদুল ফিতরের দিন ভয়াবহ জঙ্গি হামলা হয়। এতে দুই পুলিশ সদস্য, স্থানীয় এক গৃহবধূ এবং এক জঙ্গিসহ চারজন নিহত হন। হামলায় পুলিশসহ ১৬ মুসল্লি আহত হন। কিন্তু এরপরও ঐতিহাসিক এ ঈদগাহ ময়দানের ঈদজামাতে মুসল্লির সমাগমে এতটুকু ভাটা পড়েনি। তবে কোরবানির বাধ্যবাধকতা থাকায় ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আযহায় মুসল্লির সংখ্যা কম হয়।

১৮২৮ সনে ঈদজামাতের মধ্য দিয়ে শোলাকিয়া ঈদগাহের গোড়াপত্তন হয়। জনশ্রুতি আছে, শাহ সুফি সৈয়দ আহমদের ইমামতিতে প্রথমবার ঈদের জামাতে ‘সোয়া লাখ’ মুসল্লি নামাজ আদায় করেন। আবার কারও মতে, এ পরগণায় খাজনা আদায়ের পরিমাণ ছিল সোয়া লাখ টাকা। সে কারণে এর নামকরণ হয় শোয়ালাখিয়া থেকে  শোলাকিয়া। ১৯৫০ সালে শহরের হয়বতনগরের দেওয়ান মান্নান দাদ খাঁ (মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর) ঈদগাহের জন্য ৪ দশমিক ৩৫ একর জমি শোলাকিয়া ঈদগাহে ওয়াকফ করেন। পরে আরও কিছু জমি এ ঈদগাহের সঙ্গে যুক্ত হয়ে বর্তমানে প্রায় সাত একর জমির ওপর এ ঈদগাহের অবস্থান।

আপনার মন্তব্য করুন