নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ভারতীয় তরুণীসহ এক বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব থেকে ২৫ বিজিবি ব্যাটালিয়ন ও র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের যৌথ একটি দল শনিবার দুপুর পৌনে ২টার দিকে এ অভিযানটি চালায়।
র্যাব সূত্র জানায়, বেলা ১২টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) মাধ্যমে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প জানতে পারে যে, ভারতীয় বংশোদ্ভুত এক তরুণীকে (১৪) প্রেমের নামে ফুসলিয়ে নিয়ে এসেছে আয়দোল (৩৮) নামে বাংলাদেশি এক ব্যক্তি। এ সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ও ভৈরব র্যাব ক্যাম্পের যৌথ একটি দল ভৈরব রেল স্টেশনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত স্কোয়াড কমান্ডার মো. আব্দুল হাই চৌধুরী জানান, আয়দোল জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক।তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের আবুল কাশেমের ছেলে।ভারতীয় বংশোদ্ভুত অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়েকে ফুসলিয়ে বাংলাদেশে নিয়ে আসায় তাদেরকে আটক করা হয়।
আটক দুজনকে পরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।