অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বিএনপি–জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার বিকালে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান ঈদ পুনর্মিলীন অনুষ্ঠানে যোগ দিতে অষ্টগ্রামে আসেন। অষ্টগ্রাম জিরো পয়েন্টে আগে থেকেই লাঠির মাথায় পতাকা দিয়ে বিএনপির কয়েকশ নেতাকর্মী জমায়েত হয়। অপরদিকে আগামী ৪ জুলাই সদ্য সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের অষ্টগ্রাম সফরকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগ একটি মিছিল বের করে। এ সময় বিএনপির জমায়েত থেকে উস্কানিমূলক স্লোগান দিলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং পরে ছাত্রলীগের মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বলে তিনি অভিযোগ করেন। এতে তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।
এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সন্ত্রাসী ও নৈরাজ্যবাদী আখ্যায়িত করার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি সবসময় মিথ্যাচার ও নৈরাজ্যের রাজনীতিতে বিশ্বাসী। ফজলুর রহমানের মত একজন বিচক্ষণ রাজনীতিবিদের উপস্থিতিতে এ ধরণের ঘটনায় তারা মর্মাহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, পরবর্তীতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটালে সমুচিত জবাব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস, সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর শামীম রেজা, ছাত্রলীগের আহ্বায়ক শেখ তৌফিকুল ইসলাম তারিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ জুলাই অষ্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।