নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনতার সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।
সোমবার বিকালে নিকলী জেলা পরিষদ অডিটরিয়ামে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
অনুষ্ঠানে আফজাল হোসেন এমপি বলেন, বাজিতপুর ও নিকলীতে আওয়ামী লীগের যে ঐক্য, সেটা সারাদেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বার বার নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করায় সর্বস্তরের জনতাকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনেও তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে নিকলী উপজেলা আওয়াম লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনি, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন কমিটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও বাজিতপুর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলীসহ বাজিতপুরের তৃণমূল পর্যায়ের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে বাজিতপুর থেকে নিকলীতে যান আফজাল হোসেন এমপি।