নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ১১০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযানটি চালানো হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ভৈরবের কমলপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১১০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন ভৈরবের কমলপুর শেখবাড়ি এলাকার মৃত হেলিম শেখের ছেলে বিজয় শেখ (২৮) ও একই উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে জমশেদ আলী (৪৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন