হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে এক সাজাপ্রাপ্ত আসামি ও ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকালে ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মঞ্জুরুল ইসলামের (নিরস্ত্র) নেতৃত্বে পুলিশের একটি দল হোসেনপুরের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হান (৪৫) নামে একজনকে গ্রেফতার করে। তিনি কিশোরগঞ্জের একটি সিআর মোকদ্দমার (নং৫২ (১) ২০২০, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন) ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি হোসেনপুরের হলিমা মৌলভী বাড়ির মৃত শামসুর রহমানের ছেলে।
অপরদিকে এসআই (নিরস্ত্র) সুশান্ত চন্দ সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাত পৌনে ১১টার দিকে হোসেনপুরের উত্তর কুড়িমারা গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে গ্রেফতার করে। তারা হলেন উত্তর কুড়িমারা গ্রামের মৃত জৈনুদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৬৫), জসিম উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৮), মৃত আব্দুল হাইয়ের ছেলে মাজহারুল ইসলাম (৩২), রহমত আলীর ছেলে কুদরত আলী (৪০), অহেদ আলীর ছেলে নুরুল হক (৪০) ও পাকুন্দিয়া উপজেলার কাউলীকান্দা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হোসেন আলী (৫২)।
বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়।