নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করেছে জেলা পুলিশ।
শুক্রবার সকালে শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে জেলা পুলিশ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।
অনুঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার।
আলোচনা শেষে দোয়া এবং নিহতদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে জঙ্গি হামলায় পুলিশ কনস্টেবল আনসারুল হক ও জহিরুল ইসলাম এবং স্থানীয় গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক নিহত হন।