হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে হাসপাতাল মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো জানান, সাধারণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার লক্ষ্যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নাশিতা-তুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল শামীম, পৌর আওয়ামীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন