ঢাকাThursday , 13 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের তিন হাসপাতালে ১৯ ডেঙ্গু রোগী

প্রতিবেদক
-
July 13, 2023 12:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের তিন হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ জন এবং ছাড়পত্র দেওয়া হয়েছে ২ জনকে। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১১৫ জন এবং একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৯৬ জনকে। তবে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরমধ্যে লিফলেট বিতরণ, মাইকিং, বিশেষ করে পরিস্কার পরিচ্ছন্নতা, পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানি অপসারণসহ পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন