অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানো সাবিকুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
রবিবার (১৬ জুলাই) বিকালে অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি (মোল্লা বাড়ি) গ্রামে সাবিকুলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং নগদ অর্থসহায়তা প্রদান করেন তৌফিক এমপি। তিনি সাবিকুলের বাড়িতে একটি ঘর নির্মাণ করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন। এছাড়াও যোগ্যতা অনুসারে সাবিকুলের স্ত্রীকে চাকরি দেয়ারও আশ্বাস দেন তিনি।
রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, সাবিকুল পুরো হাওরবাসীর গর্ব। দায়বদ্ধতা থেকেই তার বাড়িতে যাই স্বজনদের খোঁজ নিতে। সাবিকুলের আত্মার মাগফিরাত কামনা করে এমপি তৌফিক বলেন, যে কোনো সমস্যা ও সংকটে তার পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।
উল্লেখ্য, গত ১০ জুলাই দুপুরে অষ্টগ্রাম উপজেলার সাপান্ত গ্রামের সাতজন যাত্রী, একটি গরু ও কিছু লাকড়ি নিয়ে ডিঙ্গি নৌকায় করে বাজিতপুরের হাছানপুর গ্রামে যাচ্ছিলেন। অষ্টগ্রামের ভাতশালা এলাকার ছোট ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে দুটি শিশু ছাড়া অন্যরা সকলেই তীরে উঠতে সক্ষম হন। এ সময় মোটরসাইকেলযোগে রাস্তা দিয়ে আদমপুর বাজারে যাচ্ছিলেন সাবিকুল ইসলাম। নৌকাডুবি দেখে তিনি মোটরসাইকেল থামিয়ে ঝাঁপিয়ে পড়েন হাওরে। দুটি শিশুকে জীবিত উদ্ধার করে নিজে ক্লান্ত হয়ে তলিয়ে যান পানিতে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল সন্ধ্যার দিকে সাবিকুলের মরদেহ উদ্ধার করেন।