নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে চোরাই বৈদ্যুতিক তারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে অভিযানটি চালায় কুলিয়ারচর থানা পুলিশের একটি দল।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই রাত দেড়টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা থেকে দাড়িয়াকান্দি রোডের প্রায় ১০০ মিটার ৪৭৭ অ্যালুমিনিয়াম তার, বাজরা থেকে ছয়সূতি রোডের প্রায় ২০০ মিটার ৪/০ অ্যালুমিনিয়াম তার চুরি হয়। এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬ হাজার টাকা।
এ ঘটনায় সুরত আলী খান নামে এক ব্যক্তি বাদী হয়ে কুলিয়ারচর থানায় চুরির মামলা দায়ের করেন।
পুলিশ গত সোমবার বিকালে কুলিয়ারচর উপজেলার আগরপুর মোদক পাড়ার সধু মিয়ার ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে ৬৫ মিটার ৪৭৭ অ্যালুমিনিয়াম তার এবং ১৪০ মিটার ৪/০ অ্যালুমিনিয়াম তারসহ পাঁচজনকে গ্রেফতার করে। উদ্ধার করা অ্যালুমিনিয়াম তারের আনুমানিক মূল্য ৭২ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে। গ্রেফতার পাঁচজন হলেন কুলিয়ারচর উপজেলার আগরপুর দাসপাড়ার মৃত শামছু উদ্দিনের ছেলে সধু মিয়া (৩৮), বড়খারচর গ্রামের সেলিম মিয়ার ছেলে মমিন ইসলাম (২২), পশ্চিম গাইলকাটা গ্রামের হানিফ মিয়ার ছেলে তোফায়েল (১৯), একরামপুর গ্রামের ফজুল মিয়ার ছেলে রফিক (২৬) ও ছয়সূতী (খালিশা) গ্রামের সুনিল বর্মণের ছেলে অনুকুল বর্মণ (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।