হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের আসামীদের ফাঁসির দাবিতে মাবববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার গলাচিপা বাজারে এ কর্মসূচির আয়োজন করে শাহেদল ইউনিয়নবাসী।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহতদের পিতা শামসুল ইসলাম, ভাই হুমায়ুন কবীর, সালমান, বোন সামিরা আক্তার, প্রতিবেশী খোকন মিয়া, সোহরাব উদ্দিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে মামলার অপর আসামিদের গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৩ জুলাই হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে জমিতে চারা গাছ রোপনকে কেন্দ্র করে চাচা আব্দুল কাদির ও স্বজনদের হাতে ভাতিজা মাহমুদুল হাসান আলমগীর ও ভাতিজি নাদিরা আক্তার খুন হন।
এ ব্যাপারে নিহতদের পিতা শামসুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সাত আসামীর মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে।