নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে লোহাজুরী এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তারা হলেন ফজলু ওরফে ফয়েজ উদ্দিনের ছেলে আবু সামা (৩২), মৃত মো. সওদাগরের ছেলে কুতুব উদ্দিন (৩৫), আবুল কালামের ছেলে মুমিন মিয়া (৩০), কাঞ্চন মিয়ার ছেলে হাকিম (৩২), হাবিবুর রহমান বকুলের ছেলে রাকিব (৩২) ও আব্দুল মান্নানের ছেলে কাইয়ুম (৩৩)। তাদের প্রত্যেকের বাড়ি বাজিতপুর উপজেলার গজারিয়া এলাকায়।
পুলিশ জানায়, লোহাজুরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোলাই মদ সেবনরত অবস্থায় ছয়জনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কটিয়াদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন