হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: হেলিকপ্টারে করে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় অবতরণ করে। পরে ঠিকানা সংগ্রহ করে সঠিক গন্তব্যে ফিরে গেছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার ৩৪ নম্বর ধুলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে অবতরণ করে হেলিকপ্টারটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসংহের ভালুকা থেকে এক যুবক কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারি গ্রামে বিয়ে করতে আসেন। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামে অবতরণ করে। পরে ঠিকানা সংগ্রহ করে আনুমানিক ১৫ মিনিট অবস্থান করে হেলিকপ্টারটি গন্তব্যে ফিরে যায়। হেলিকপ্টারটিতে বরসহ চারজন যাত্রী ছিলেন।
হেলিকপ্টারটি অবতরণ করায় ধুলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে ভিড় করেন কয়েকশ নারী-পুরুষ।
দশম শ্রেণির ছাত্র নাইম জানান, জীবনে প্রথম বাস্তবে হেলিকপ্টার দেখলাম। এটি ভুল করে এখানে এসে পড়েছিল।
ধূলজূরী গ্রামের রিটন মিয়া জানান, হেলিকপ্টারটি ভুল করে এখানে এসে পড়ে। প্রথমে আমরা আতঙ্কিত ও ভয় পেয়ে গিয়েছিলাম। পরে গিয়ে দেখতে পেলাম এটার ভেতর বরসহ কয়েকজন যাত্রী।
জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রহিত জানান, চরকাটিহারি গ্রামের এই বিয়েতে মেয়ের পক্ষ থেকে তিনিও আমন্ত্রিত ছিলেন। কিন্তু অসুস্থতার কারণে ময়মনসিংহে চলে যাওয়ায় যেতে পারেননি। হেলিকপ্টারটি ভুল ঠিকানায় অবতরণ করেছিল বলে শুনেছেন তিনিও।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ভুল ঠিকানায় একটি হেলিকপ্টার অবতরণ করেছিল। পরে সঠিক গন্তব্যে ফিরে গেছে। কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি।