ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মাকে বাঁচাতে গিয়ে ভাইয়ের হাতে বোন খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কিশোরগঞ্জের ভৈরবের। পুলিশ গতকাল রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত সোমা বেগম (২২) ও অভিযুক্ত বাবুল মিয়া (৪৪) ভৈরব উপজেলার শিবপুর গ্রামের মোতালিব মিয়ার সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেশাগ্রস্ত বাবুল প্রায়ই নেশার টাকা এবং সম্পত্তির ভাগ চেয়ে প্রায়ই মা–বাবার সঙ্গে ঝগড়া করতেন। এ নিয়ে শনিবার বিকালে মা আয়েশা বেগমের সঙ্গে বাকবিতÐা হয় বাবুলের। এক পর্যায়ে মা আয়েশা বেগমকে মারধর করেন। ঘটনা দেখে মাকে বাঁচাতে বাবুলের বোন সোমা গিয়ে বাধা দেন। এ নিয়ে বাবুলের সঙ্গে সোমার তর্কাতর্কি হয়। পরে গাছের ডাল দিয়ে সোমার মাথায় আঘাত করেন বাবুল। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সোমা। অপর ছোট বোন বিউটি এগিয়ে গেলে তাকেও মারধোর করেন বাবুল। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে বাবুল পালিয়ে যান। সোমাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকায় নেবার পথে মারা যান তিনি।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখছেদুল আলম বলেন, অভিযুক্ত বাবুলকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের আরেক ভাই মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।