ঢাকাSunday , 23 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

প্রতিবেদক
-
July 23, 2023 10:46 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা:সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে।

উপলক্ষে রবিবার শোভাযাত্রা ও  আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

সকালে উপজেলা পরিষদের সামনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তিনজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার দুজন শিক্ষার্থীর মাঝে ডিজিটাল হিয়ারিং এইড বিতরণ করা হয়। এছাড়া পাট উন্নয়ন অধিদপ্তর হতে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে কেজি ইউরিয়া সার, ২ কেজি এমওপি সার, ২ কেজি টিএসপি সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।

পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সেজন্য মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে প্রত্যেক সরকারি দপ্তরের প্রধানকে আরো বেশি আন্তরিক হতে হবে। কোনো সেবাগ্রহিতা যেন কোনোভাবেই হয়রানির মুখে না পড়ে, সেদিকে দপ্তরপ্রধানকে ভূমিকা রাখতে হবে। প্রতিটি নাগরিকের সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে হবে।

আপনার মন্তব্য করুন