নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের মিঠামইনে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা সোয়া ১২টার দিকে মিঠামইনের ঘাগড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামি খাইরুল ইসলাম (২৮) মিঠামইনের ঘাগড়া শেখেরহাটি গ্রামের কেনু ওরফে কডু ডাকাতের ছেলে। তিনি মাদক সংক্রান্ত মামলায় এক বছর ১০ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ছয়হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বলে পুলিশ জানিয়েছে (মিঠামইন থানার মামলা নং–০২ (০৫) ১৯, জিআর–২০৯ (২) ১৯, ধারা–মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক), ২০১৮)।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গ্রেফতার এড়াতে খাইরুল ইসলাম দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন থানার এএসআই (নিরস্ত্র) রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘাগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি দণ্ডাদেশপ্রাপ্ত মামলাটি ছাড়া মাদক সংক্রান্ত আরও দুটি মামলায় অভিযুক্ত বলে পুলিশ জানিয়েছে।
পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।