নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহরের হয়বতনগর নিবাসী আনন্দ টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কাওসার আহমদ টিটুর মা জিন্নত সুলতানা (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ৩ ছেলে ও ৭ মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার আসরের নামাজের পর হয়বতনগর সাহেববাড়ি মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে হয়বতনগর গোরস্তানে তাকে দাফন করা হবে।
শোক
সাংবাদিক কাওসার আহমদ টিটুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক সাইফুল হক মোল্লা দুলু ও সদস্য সচিব সাইফউদ্দীন আহমেদ লেনিন। এক শোক বার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আপনার মন্তব্য করুন