বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে দুদিনব্যাপী সাহিত্যমেলা শুরু হয়েছে।
বাজিতপুর সরকারি কলেজ সংলগ্ন অডিটরিয়ামে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী, বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. শামীমুর রহমান, বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ, বাংলা একাডেমির সমন্বয় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় সাহিত্য মেলা বাস্তবায়ন করছে বাজিতপুর উপজেলা প্রশাসন।
মেলায় স্থানীয় কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গীতিকার, ছড়াকার, আবৃত্তিশিল্পী, সাহিত্য সংগঠক ও সাহিত্যপ্রেমী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।