নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে এবং স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকালে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের হাত্রাপাড়া মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া।
স্বেচ্ছাসেবক লীগ কাদিরজঙ্গল ইউনিয়ন শাখার সভাপতি আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান দিপু, কাদিরজঙ্গল ইউনয়ন যুবলীগের সভাপতি আবুল খায়ের সুমন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সুমন আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, গুজাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. লিটন প্রমুখ।
সভায় ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশের দ্বারপ্রান্তে। এই উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। সেজন্যই তারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে। যেনতেন পন্থায় ক্ষমতায় যাবার জন্য তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তাদের অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক থাকা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় নৌকার বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ।
বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
সমাবেশ সঞ্চালনা করেন করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান দিপু।