নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই নতুন বাজারে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি–জামায়াতের দেশবিরোধী চক্রান্ত ও পরিকল্পিত সহিংসতার প্রতিবাদে শুক্রবার বিকালে জনসভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ–৫ (বাজিতপুর–নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
গুরুই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান গোলাপ, সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, নিকলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইছব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, গিয়াস উদ্দিন, মনির উদ্দিন, মাহাবুব আলম খোকন, নিকলী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক মুখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান, সদস্য বাচ্চু মিয়া ও আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, বিএনপি–জামায়াত চক্র জনসমর্থন না পেয়ে যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের স্মরণাপন্ন হয়েছে। তারা বিদেশি এজেন্ট নিয়োগ দিয়ে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। বক্তারা বিএনপি–জামাতের দেশবিরোধী তৎপরতা যে কোন মূল্যে প্রতিহত করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সকল বাধা বিপত্তি দূর করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বক্তারা দেশের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন গুরুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোতা মিয়া।