হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কফিনের সঙ্গে দেওয়া কাগজপত্রে নাম, ঠিকানা ভুল থাকায় সৌদি প্রবাসী কিশোরগঞ্জের হোসেনপুরের মোজাম্মেলের মরদেহ যশোরে নিয়ে দাফন করা হয়। শনাক্ত হওয়ার পর কবর থেকে তুলে এনে শুক্রবার (২৮ জুলাই) হোসেনপুরের নিজ বাড়িতে জানাজা শেষে ফের দাফন করা হয়েছে তাকে।
মোজাম্মেল (৪৫) হোসেনপুর উপজেলার জগদল গ্রামের তৈয়ব আলীর ছেলে।
মোজাম্মেলের ভাতিজা শামীম সরকার জানান, মোজাম্মেল তার ফুফা হন। তিনি ২২ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। ১ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। ফেরার প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। কিন্তু গত ১৭ জুলাই স্ট্রোকে আক্রান্ত হয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেন। এর আগে ৩ জুলাই সৌদিতে একই কোম্পানিতে কর্মরত যশোরের রুবেল (২২) নামে এক যুবকও মারা যান। রুবেল যশোর জেলার শার্শা উপজেলার বাগুড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে। দুই বছর আগে তিনি সৌদি গিয়েছিলেন।
তাদের মৃত্যুর খবর স্ব স্ব পরিবারের কাছে পৌঁছে যায় সেখানে কর্মরত স্বজনদের মাধ্যমে।
শামীম সরকার আরও জানান, গত ২৬ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুবেল নামের মরদেহটি নামের গ্রহণ করে যশোরের তার পরিবারের সদস্যরা। সৌদি থেকে পাঠানো কফিন বক্সের ওপর মোজাম্মেলের বদলে রুবেলের মা–বাবার নাম ও ঠিকানা লেখা ছিল। বাড়িতে নিয়ে কফিন খুলে লাশটি রুবেলের নয় মর্মে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। পরে স্থানীয় প্রশাসনের লোকজন তাদেরকে বলেন, যেহেতু মরদেহটি বিকৃত হয়ে গেছে, সে কারণে হয়তো চেনা যাচ্ছেনা। তাছাড়া কবরও যেহেতু তৈরি করা হয়ে গেছে, সে কারণে তাকে সেখানেই দাফন করা হয়। এদিকে সৌদিতে কর্মরত মোজাম্মেলের ভাতিজা রাকিব সেখানকার মর্গে গিয়ে তার চাচার মরদেহ না পেয়ে বাড়িতে খবর পাঠান। পরে শামীম সরকারসহ পরিবারের কয়েকজন মাইক্রোতে করে বৃহস্পতিবার যান যশোরের শার্শায়। সেখানে গিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র স্থানীয় প্রশাসনকে দেখালে এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তারা কবর থেকে মরদেহ তোলার অনুমতি দেন। মরদেহটি উত্তোলনের পর সেটি মোজাম্মেলের বলে শনাক্ত করেন তার শ্যালকের ছেলে ইনামুল হক। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ তুলে যশোর থেকে ফ্রিজিং গাড়িতে করে নিয়ে আসেন বাড়িতে। শুক্রবার (২৮ জুলাই) সকাল ৮টায় জগদল গ্রামে জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয় মোজাম্মেলকে।
এদিকে শনিবার (২৯ জুলাই) সকালে সৌদি আরব থেকে যশোরের রুবেলের লাশ আসার কথা রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।