নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীতে চার কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল সোয়া ৩টার দিকে অভিযানটি চালায় কটিয়াদী মডেল থানার পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. দুলাল মিয়ার নেতৃত্বে কটিয়াদী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। এ সময় তাদের সঙ্গে থাকা বাজারের ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বড়পুকুরপাড় এলাকার শাহজাহান মিয়া ওরফে মালু মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৪), একই এলাকার মৃত মজনু মিয়ার ছেলে আব্দুস সাত্তার ওরফে রবিন (২৮) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।