কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত ও আহত হয়েছেন দুজন যাত্রী। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দাড়িয়াকান্দি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে রাস্তার পাশে ছিল। এ সময় পিছন দিক থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মুরাদ হোসেন (৩৭) নিহত ও দুজন যাত্রী আহত হন।
আহত রবি মিয়া (৫০) ও শ্রাবণ (২০) নামে দুজন যাত্রীকে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
আপনার মন্তব্য করুন