অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুলশিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামে।
আহত শিক্ষক মনিরুজ্জামান টুটন (২৩) অষ্টগ্রাম উপজেলার আবদুল হামিদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি অষ্টগ্রামের বর্ধমানপাড়া ফকিরহাটি গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের এক ছাত্রীকে রাস্তায় প্রায়ই উত্যক্ত করতো অষ্টগ্রাম সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামের পলাশ মিয়ার ছেলে ঝুটন মিয়া (২২)। শিক্ষক মনিরুজ্জামান টুটন বখাটে ঝুটনকে ইভটিজিং না করতে শাসিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ বুধবার সকালে কলাপাড়া রাস্তায় একা পেয়ে শিক্ষক টুটনকে কুপিয়ে গুরুতর জখম করেন ঝুটন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
শিক্ষক টুটনের বড় ভাই আনোয়ার হোসেন লুটন জানান, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার ভাইকে বাঁশ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বখাটে ঝুটন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।