নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সংগ্রামী ও সাবেক সংসদ সদস্য মরহুম আশরাফ উদ্দিন মাস্টারের ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শওকত আহমদ আল ফারুক সানা (৭৮) আর নেই। বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার বাসিন্দা।
আপনার মন্তব্য করুন