নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের (৫০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এক শোকবার্তায় এমপি তৌফিক মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নজরুল ইসলামের মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত বুধবার রাত ৮টার দিকে চৌগাংগা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন যাবত লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি।
আপনার মন্তব্য করুন