নিজস্ব প্রতিবেদক: যাবজ্জীবন সাজা নিয়ে দীর্ঘ ২২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। অবশেষে র্যাবের জালে ধরা পড়লেন তিনি। গ্রেফতার আসামি মুর্শিদ (৪০) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের আবু জাহেদের ছেলে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মুন্নাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২০০০ সনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা ( নং ২৬ (১০) ২০০০) দায়ের করা হয়। মামলাটির বিচার শেষে আদালত আসামি মুর্শিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। সাজা থেকে বাঁচতে তিনি বিদেশে পাড়ি জমান। দীর্ঘদিন বিদেশে থাকার পর কয়েক মাস আগে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু গ্রেফতার এড়াতে আত্মগোপন করেন । এভাবে দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকেন তিনি।
র্যাবের কোম্পানী কমান্ডার এম. এম সবুজ রানা জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুর্শিদকে গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে সদর থানা এলাকায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র্যাব। পরে মুন্নাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।