নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামের বাসিন্দা ও টিসিবির ডিলার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ আগস্ট) বৌলাই বাজারের মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় দ্রæতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন