নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কটিয়াদী মডেল থানার পুলিশ শুক্রবার বিকাল ৬টার দিকে অভিযানটি চালায়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় রুবেল মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। বিক্রির উদ্দেশ্যে তিনি চটের বস্তার ভিতরে স্কচটেপ দিয়ে পেচিয়ে গাঁজা নিয়ে এসেছিলেন বলে পুলিশ জানায়। গ্রেফতার রুবেল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খেতামারা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।