নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল ৮৫৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অভিযানটি চালায়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (৩৩) নামে একজনকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮৫৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেট। তিনি ময়মনংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়াখালবলা গ্রামের তাহের উদ্দিনের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার এম. এম সবুজ রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে নান্দাইল থানায় একটি মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আপনার মন্তব্য করুন