টাঙ্গাইল সংবাদদাতা: শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে টাঙ্গাইল জেলার হাউজিং সোসাইটি মাঠে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব ১২ বালকদের নিয়ে শেখ রাসেল ফুটবল প্রতিযোগিতা।
বুধবার বিকালে ফাইনাল ম্যাচে টাইব্রেকারে টাঙ্গাইল ফুটবল একাডেমিকে ৪–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ ইব্রাহীম একাডেমি। নির্ধারিত সময় ১–১ গোলে সমতা ছিল।
ফাইনাল ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
আপনার মন্তব্য করুন