ক্রীড়া প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মদিন উপলক্ষে শ্যূটিং প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ রাইফেল ক্লাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেন সাবেক এবং বর্তমান শ্যূটাররা। বর্তমান শ্যূটারদের ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম স্থান অর্জন করেন ইতুন, দ্বিতীয় জিসা এবং তৃতীয় হয়েছেন ইমু। প্রাক্তন শ্যূটার এবং অতিথিদের নিয়ে আয়োজন করা হয় ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট। এতে প্রথম হয়েছেন সাবেক শ্যূটার হাবিবা আক্তার রিপা, দ্বিতীয় ফরিদ এবং তৃতীয় হয়েছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হোসেন সরকার। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হোসেন সরকার, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের সহ সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
এর আগে শেখ কামালের জন্মদিনের কেক কাটা হয়।
অনুষ্ঠান সহযোগিতায় কিশোরগঞ্জ রাইফেল ক্লাব এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।