হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে (অনূর্ধ্ব ১৬) বালকদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩– ২৪ এর আওতায় কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস শনিবার এই প্রতিযোগিতার আয়োজন করে।
হোসেনপুর উপজেলা হেলিপ্যাড মাঠে চারটি ক্লাব/দলের মোট ৫২ জন বালক নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ১৬৯ রান সংগ্রহ করে ৪৪ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধনকুড়া জাহাঙ্গীর ১১ স্টার ক্লাব। রানার্স আপ হয় বীরপাইকশা স্পোটিং ক্লাব ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল হাই হিরু এবং বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মো. আব্দুল জব্বার রতন। এছাড়াও উপস্থিত ছিলেন ধনকুড়া আমেনা খাতুন কারিগরি স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. মাজেদুল হক, হোসেনপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মনিরুল হাসান সুজাত প্রমুখ।
টি–১৫ টুর্নামেন্ট খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সেলিম মিয়া ও নাজিম। স্কোরার ছিলেন রিফাত। প্রতিযোগিদের মাঝে জার্সি, ক্রিকেট সেট, চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহী।