ক্রীড়া প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হলো বালকদের আন্ত:স্কুল ভলিবল এবং জিমনেশিয়ামে অনুষ্ঠিত হলো বালক ও বালিকাদের একাডেমিকাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
ম্যাচ শেষে মঙ্গলবার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল–আমিন।
বালকদের ভলিবল প্রতিযোগিতায় চার দলের লড়াইয়ে ফাইনালে জায়গা করে নেয় মুক্তাগাছা উপজেলার মানকোন্ন উচ্চ বিদ্যালয় এবং সদর উপজেলার পাটগুদাম উচ্চ বিদ্যালয়। ফাইনালে ১৫–৯ এবং ১৫–১২ পয়েন্টে সরাসরি সেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মুক্তাগাছা উপজেলার মানকোন্ন উচ্চ বিদ্যালয়।
এদিকে একাডেমিকাপ বয়সভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক এবং বালিকাদের অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ বিভাগে একক এবং দ্বৈতের মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৪টি স্বর্ণ এবং ৫টি রৌপ্য নিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ‘শাটলার ব্যাডমিন্টন একাডেমি’। প্রতিযোগিতায় ৫টি একাডেমির ৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।