নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কারপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ভাই ভাই একাদশ টাইব্রেকারে ১-০ গোলে পিয়াস করিম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট জামিউল হক ফয়সাল।
বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের সদস্য কাদির আহম্মেদ রাজু, নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি অহেদুজ্জামান পাভেল, নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জহির, নিকলী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানিম আহাম্মেদ ও সদস্য সচিব মহীনউদ্দিন।
ঊষার আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত টুর্নামেন্টে উপজেলার ৬টি দল অংশগ্রহণ করে।